• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে সভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে সভা

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০১৯

মুজিববর্ষ উপলক্ষ্যে বাল্য বিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে কাজী ও নিকাহ্ রেজিস্টারদের নিয়ে সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। ভিডিও কনফারেন্সে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা যুক্ত হয়।

নেত্রকোনা থেকে ভিডিও কনফারেন্সে নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহ্জাহান মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, সাংবাদিক আলপনা বেগম, জেলা কাজী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, নেত্রকোনা সদরের হিন্দু বিবাহ নিবন্ধক রুনু রানী পাল প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা, বাল্য বিবাহ রোধে জন্ম নিবন্ধন সনদ সমস্যা, নোটারী সমস্যা, সামাজিক ও রাজনৈতিক চাপের কথা তুলে ধরেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads