• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হাকিমপুরে আমন ধান ক্রয়ে লটারী

  • হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৯

দিনাজপুরের হাকিমপুরে চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারী খাদ্যগুদামে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে লটারীর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য শিবলী সাদিক, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, কৃষি অফিসার শামীমা নাজনীন, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, খাদ্যগুদাম কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ। এবার হাকিমপুর উপজেলার ১২ হাজার ২৬ জন কৃষকের মধ্য থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৮৯২ জন কৃষক নির্বাচন করা হয়। প্রতিজন কৃষক ১ টন করে ধান দিতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads