• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বিভিন্ন জেলায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু

মাগুরায় টিসিবির উদ্যোগে গতকাল শনিবার থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বিভিন্ন জেলায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০১৯

৪৫ টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা : শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গতকাল সোমবার সকালে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। পেঁয়াজ বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভিড় লেগে যায়। ক্রেতাসাধারণ ছুটে আসে পেঁয়াজ ক্রয় করতে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ক্রয় করছেন ক্রেতারা। প্রেস ক্লাবের সামনের হোটেল মালিক কামরুজ্জামান বলেন, বাজারে ২০০-২২০ টাকায় কিনতে হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। এখানে সরকারিভাবে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের খুব উপকার হলো। আমি ৪৫ টাকায় এক কেজি ক্রয় করেছি। কম টাকায় পেঁয়াজ পেয়ে খুশি হয়েছি।

বাগেরহাট : গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতি কেজি ৪৫ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি শুরু করেছে টিসিবি। পেঁয়াজ বিক্রির খবর পেয়ে পাশের আদালতপাড়ায় বিভিন্ন কাজে আসা শত শত নারী পুরুষ পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়ে পড়েন। আদালতের আইনজীবীরাও লাইনে দাঁড়িয়ে কিনেছেন পেঁয়াজ। বাগেরহাট আদালতে মামলার কাজে আসা রামপাল উপজেলার মিল্লিকের বেড় এলাকার মিরাজ হোসেন বলেন, দুপুরে হঠাৎ করে দেখি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানুষের ভিড়। সামনে এগিয়ে দেখি ৪৫ টাকা কেজি দরে মিসরীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে এক কেজি পেঁয়াজ কিনলাম। টিসিবির এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য ভালো, অল্প দামে এখানে আমরা পেঁয়াজ কিনতে পেরে দারুণ খুশি। কিন্তু টিসিবির এই পেঁয়াজ বিক্রির উদ্যোগের প্রচার প্রচারণা দরকার ছিল। টিসিবির খুলনা বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কার্যনির্বাহী রবিউল মোর্শেদ বলেন, স্থানীয় বাজারে চলমান পেঁয়াজের দাম ও সংকট দূর করতে বাগেরহাটে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বাগেরহাট জেলায় তুরস্ক থেকে আমদানি করা ৩ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। টিসিবির যেহেতু জেলা শহরে কোনো কার্যালয় নেই, তাই স্থানীয় প্রশাসনই ঠিক করবে এই পেঁয়াজ কোথায় কতটুকু বিক্রি হবে।

মাগুরা : মাগুরায় গতকাল সোমবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি’র উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ পেঁয়াজ বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন প্রমুখ। এ সময় শহরের বিভিন্ন এলাকার অগণিত মানুষ পেঁয়াজ কিনতে ভিড় করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর রাজীব চৌধুরী জানান, টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের বরাদ্দকৃত তিন টন পেঁয়াজ গতকাল সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত মাগুরায় বিক্রি করা হবে। তবে ক্রেতাদের অত্যধিক ভিড়ের কারণে সেখানে পুলিশ মোতায়েন করা হলেও সুষ্ঠুভাবে পণ্য বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ কিনতে আসা ভ্যানচালক লতিফ বলেন, এক কেজি পেঁয়াজ কিনতে অনেক বেগ পেতে হয়েছে। এছাড়া সময় গেছে অনেক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads