• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সখীপু‌রে ঈমাম, মুয়া‌জ্জিন ও কাজী‌দের স‌ঙ্গে জেলা প্রশাস‌কের মত‌বি‌নিময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপু‌রে ঈমাম, মুয়া‌জ্জিন ও কাজী‌দের স‌ঙ্গে জেলা প্রশাস‌কের মত‌বি‌নিময়

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৯

টাঙ্গাই‌লের সখীপু‌রে সন্ত্রাস, জ‌ঙ্গিবাদ, ইভ‌টি‌জিং, বাল্য‌বিবাহ, মাদ‌কের অপব্যবহার ও গুজব প্র‌তি‌রো‌ধে ঈমাম, মুয়া‌জ্জিন ও কাজী‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছেন টাঙ্গাই‌লের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

মঙ্গলবার দুপু‌রে উপ‌জেলা সভাক‌ক্ষে সখীপুর উপ‌জেলা প্রশাসন এ মত‌বি‌নিময় সভার আয়োজন ক‌রে। সভায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. আমিনুর রহমানের সভাপ‌তিত্ব উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু, পৌরমেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হা‌নিফ আজাদ, সখীপুর থানার অ‌ফিসার ইন-চার্জ (ও‌সি)  মো. আমির হো‌সেন, প্রেসক্লা‌বের সভাপ‌তি শা‌কিল আনোয়ার, ভাইস চেয়ারম্যান কাজী বাদল, মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার ম‌ফিজুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ বেলালী প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সন্ত্রাস, জ‌ঙ্গিবাদ, ইভ‌টি‌জিং, বাল্য‌বিবাহ, মাদ‌কের অপব্যবহার ও গুজব প্র‌তি‌রো‌ধে ঈমাম মুয়া‌জ্জিন ও কাজী‌দের সতর্ক থাকার  আহবান জানান। এর অগে সকা‌লে বোয়া‌লী ডিগ্রি ক‌লেজ মা‌ঠে উ‌ঠান বৈঠকে যোগ দেন জেলা প্রশাসক। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads