• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
পূর্বধলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৯

‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।  আজ মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নূর উদ্দিন মন্ডল দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমী।

এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সহ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, উপজেলা উদীচী শিল্লী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পূর্বধলা ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এ দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। তখন থেকেই বিশ্বজুড়ে এ দিনটি পালন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads