• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সিভিল সার্জন

মহান বিজয় দিবসের বিরিয়ানি খেয়ে অসুস্থ রোগীদের দেখতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন ডা. মো. বিল্লাল হোসেন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিরিয়ানী খেয়ে অসুস্থ শতাধিক

অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সিভিল সার্জন

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৯

ঢাকার দোহারে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে প্রায় শতাধিক লোক অসুস্থ হয়েছেন। অসুস্থ রোগীদের দেখতে আসেন সিভিল সার্জন ডা. মো. বিল্লাল হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অসুস্থ রোগীদের খোজ খবর নেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি রোগীদের সাথে কথা বলেছি। তবে ভয়ের কিছু নেই। বিষয়টি শিগগিরেই তদন্ত করা হবে এবং খাবার পরীক্ষা জন্য ল্যাবে পাঠানো হবে।

জানা যায়, সোমবার রাত নয়টা থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক লোক বিরিয়ানী খেয়ে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন শিশুসহ অন্তত ৩০ জন। এছাড়া জরুরী বিভাগে ১৫/২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। অন্যদিকে ঢাকায়ও চিকিৎসা নিচ্ছেন আরও ৪/৫ জন।

খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, স্বেচ্ছাসেবক লীগ নেত্রী শেখ রুনু সহ মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের নেতাকর্মী এবং শিশুও রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে দুপুরের বিজয় দিবসে আগত সকলকে বিরিয়ানীর প্যাকেট দেওয়া হয়। খাবার খেয়ে সন্ধ্যা থেকেই অসুস্থ হয়ে রোগীরা হাসপাতালে আসতে শুরু করে। এদের মধ্যে ৩০জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাত পেরুতেই তারা সুস্থ হয়ে যায়। ফলে ২৯ জনকে রিলিজ দেওয়া হয়েছে।

তিনি আরোও বলেন, আমরা যতটুকু ধারনা করছি, সমস্যাটি মূলত বিজয় দিবসের বিরিয়ানি কিংবা বিরিয়ানিতে মেশানো ক্যামিকেল থেকেও হতে পারে। তবে আমরা নিশ্চিত নই। কারন ফুড পয়জন হলে এতো দ্রুত সুস্থ হওয়া সম্ভব নয়। তাই পুরোপুরি নিশ্চিত হতে খাবার জব্দ করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার পরীক্ষার জন্য ঢাকার মহাখালি আইপিএইচ ল্যাবে পাঠানো হয়।

এদিকে সংবাদ পেয়ে রাতেই অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এব্যাপারে তারা বলেন বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads