• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
গোয়ালন্দে পদ্মায় নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

গোয়ালন্দে পদ্মায় নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে পাথর বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজের তিনদিন পর আজ রোববার দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি এলাকায় পদ্মায় ট্রলারডুবিতে চার জন নিখোঁজ হয়।

নিখোঁজদের মধ্যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০) ও আবুল শেখের ছেলে আব্দুল শেখকে (৩৫) লাশ উদ্ধার করে উদ্ধার কর্মীরা। এছাড়া একই এলাকার আলতাফ প্রামানিকের ছেলে ফারুক প্রামানিক (৪০), ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩) এখনো নিখোঁজ রয়েছে।

জানা যায়, পাবনা থেকে পাথর বোঝাই বিশাল ওই ট্রলার রাজবাড়ীর সদর উপজেলার গোড়ার বাজার ঘাট এলাকায় আসছিল। ট্রলারটি কাওয়ালজানি এলাকায় আসার পর প্রবল স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাই থাকার কারণে মাঝখান থেকে দুই ভাগ হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাঁকি চারজন উঠতে পারেনি।

গোয়ালন্দ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার দুপুরে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করে। অপর দুজনের সন্ধানে উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads