• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
সখীপুরে বিদ্যালয়ে আগুন

আগুন

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে বিদ্যালয়ে আগুন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে পুষ্পকানন কিল্ডার গার্টেন নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস গ্রামের ওই বিদ্যালয়ে আগুন ধরে ৩২ হাত টিনের ঘর পুড়ে যায়। এছাড়াও আগুনে ওই ঘরের বই, খাতা, বেঞ্চ, টেবিলসহ অনেক আসবাবপত্রও পুড়ে গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বর্তমান প্রধান শিক্ষক আবুল হোসাইন জানান, বিদ্যালয়টির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। আমার ধারণা, বিদ্যালয়টি বন্ধ করার জন্য প্রতিপক্ষ ইচ্ছে করেই আগুন ধরিয়ে দিয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তার দায়িত্বে থাকা আবু বকর সিদ্দিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি পুড়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads