• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কমরেড মণিসিংহের ২৯তম প্রয়াণ দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কমরেড মণিসিংহের ২৯তম প্রয়াণ দিবস পালিত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহনায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং দেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের ২৯ তম প্রয়াণ দিবস আজ। দিন স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে বেলা ১২ টায় জাতীয় পতাকা উত্তোলনের পর মণিসিংহের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন আবার স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে এসে শেষ।

এই দিকে তার স্মরণে আজ ৩১শে ডিসেম্বর থেকে পৌর শহরের বাগিচাপাড়ার এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মণিসিংহ মেলা। কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি আয়োজিত এইা মেলায় দেশে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা ছুটে আসেন এখানে।

মেলা আসবাবপত্র, কুটিরশিল্প, পোশাক, বাশের তৈরী আসবাবপত্র, খাবার হোটেলসহ প্রায় এক হাজারের বেশি স্টল বসেছে। আর প্রতিটি স্টলেই ছিলো ক্রেতা-বিক্রেতায় পরিপূণ। এছাড়াও প্রতিদিন বিভিন্ন সামাজিক সংগঠনের সংস্কৃতিক অনুষ্ঠানের গান, নাচ-নৃত্য, নাটকও মুগ্ধ করছে দর্শনার্থীদের ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads