• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
সেনবাগে ৫শতাধিক হাঁস নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সেনবাগে ৫শতাধিক হাঁস নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালী সেনবাগে একটি হাঁসের খামারে বিষাক্ত স্প্রে ছিটিয়ে ৫ শাতাধিক হাঁস নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের তোরাফ ব্যাপারী বাড়ি সংলগ্ন দিঘীর পূর্ব পাড়ে সোহরাবের আদর্শ হাঁসের খামারে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারী সোহরাব হোসেনের।

শেষ পু‍ঁজি হারিয়ে একটি স্বপ্নের অপমৃত্যু হয়েছে। বেকার যুকব মোঃ সোহারাব হোসেন বিভিন্ন এনজিও এবং দারদেনা করে বেকারত্ব দূর ও পরিবারের মাঝে একটু সুখের জন্য গড়ে তোলেন ওই হাঁসের খামারটি।

খামারী সোহবার হোসেন জানান- তিনি গত দেড় মাস আগে বেলজিয়াম ও দেশীয় প্রজাতির ৫ শতাধিক হাঁস পালন করে আসছিলেন। হাঁস গুলোর ইতিমধ্যে এক একটি দেড় থেকে তিন কেজী পর্যন্ত ওজন হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি হাঁসগুলোকে খাবার দিয়ে বাড়ি যান। এরপর তিনি বাড়ি থেকে এসে দেখেন হাঁসগুলো মরে রয়েছে। তার ধারণা অজ্ঞাত ব্যাক্তিরা তার বাড়ি যাবার সুযোগে শুক্রবার সন্ধ্যা ৭টারদিকে বিষাক্ত স্প্রে ছিটিয়ে হাঁসগুলো মেলে পেলে (নিধন করে)। তিনি হাঁসগুলো পরীক্ষা করার পর ল্যাাবেটরী থেকে জানানো হয়েছে বিষাক্রিয়ায় হাঁসগুলো মারা গেছে। হাঁস মারা যাবার খবর চারিদিয়ে ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত শতশত লোকজনওই খামারে ভিড় জমাচ্ছে এক নজর দেখার জন্য।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসন বাহার, স্থানীয় মেম্বার আবুল কালাম আজাদ বতু ঘটনাস্থল পরির্দশন করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads