• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ২ ব্যবসায়ীর কারাদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ২ ব্যবসায়ীর কারাদণ্ড

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২০

নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে উপজেলার নারায়নডহর ও ইচুলিয়া বাজারে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নারায়নডহর বাজারে হোটেল ব্যবসায়ী আলাল উদ্দিন (৫২) নিষিদ্ধ পলিথিনে করে জিলাপী বিক্রির অপরাধে ও ইচুলিয়া বাজারে মুদি/মনোহারী ব্যবসায়ী আসাদুজ্জামান নয়নকে (৩৮) একই অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আলাল উদ্দিন নারায়নডহর গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে এবং নয়ন ইচুলিয়া গ্রামের হাজী হাফিজ উদ্দিনের ছেলে। এসময় বাজারের অন্যান্য সকল নিষিদ্ধ পলিথিনের বিষয়ে ব্যবসায়ী-ক্রেতাগণকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, উপজেলা বিভিন্ন বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করছি এবং জনস্বার্থে পরিবেশ রক্ষায় শাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads