• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার, আটক ১২

সংগৃহীত ছবি

সারা দেশ

বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার, আটক ১২

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে এফবি সুদ্বীপ নামে একটি ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করছে কোস্টগার্ড।

আজ শনিবার সকালে এসব জেলেদের আটক করে মোংলা কেস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক এসব ভারতীয় জেলেদের বিকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতীয় এই ফিশিং ট্রলারটিতে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ফেয়ারওয়ে বয়া এলাকায় এফবি সুদ্বীপ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করে করা হয়। আটক এসব ভারতীয় জেলেকে সাগর থেকে নিয়ে এসে বিকালে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে মামলা দিয়ে মোংলা থানায় সোর্পদ করা হয়েছে। ভারতীয় এই ফিশিং ট্রলারটিতে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্র করা হয়েছে।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক এসব ভারতীয় জেলেকে বিকালে মোংলা থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড। রবিবার তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।

এনিয়ে ৭ দফায় বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক ১৫৩ ভারতীয় জেলেকে আটক করা হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads