• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
নাটোরে ২২ ছাত্রের চুল কর্তন, প্রধান শিক্ষক অবরুদ্ধ

ফাইল ছবি

সারা দেশ

নাটোরে ২২ ছাত্রের চুল কর্তন, প্রধান শিক্ষক অবরুদ্ধ

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০২০

বড়াইগ্রামের জোয়াড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কাঁচি দিয়ে শিক্ষার্থীদের চুল এলোমেলোভাবে কেটে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটি গঠনসহ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। গত রোববার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত রোববার প্রধান শিক্ষক বিভিন্ন শ্রেণির ২২ জন ছাত্রের মাথার চুল এলোমেলোভাবে কেটে দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। পরে এসব শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। তাতেও সমস্যার সমাধান না হওয়ায় ইউএনও আনোয়ার পারভেজ সশরীরে বিদ্যালয়ে গিয়ে তদন্ত কমিটি গঠন ও অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

ইউএনও বলেন, তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads