নানা আয়োজনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ বসন্ত বরণ করেছে।
আজ শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গনে নানা রকম পিঠাপুলির স্টল সাজানো হয়। শিক্ষকদের সহযোগীতায় শিক্ষার্থীরা তাদের পরিবারের তৈরী পিঠাপুলি নিয়ে পসরা সাজায়। স্টলে বাঙ্গালীর শতবর্ষের ঐতিহ্য হরেক রকম পিঠাপুলির স্থান পায়। অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বাসন্তি সাজে আনন্দে মেতে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, কলেজ অধ্যক্ষ ড. এমদাদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা বর্তমান প্রজন্মের মাঝে দেশের প্রাচীন ঐতিহ্যকে আন্তরিক হয়ে ধরে রাখার আহবান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিচালনায় ১৩টি স্টল স্থান পায়।