• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার : কৃষিমন্ত্রী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার : কৃষিমন্ত্রী

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২০

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, স্বাধীন জাতি রাষ্ট্র উপহার দেয়ার পর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। তিনি সেটা করে যেতে পারেননি। তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সেই স্বপ্নের দেশে পরিণত করতে এগিয়ে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের বাংলাদেশ গড়াই হবে মুজিব বর্ষের অঙ্গীকার।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে সংগঠনের সভাপতি ইয়াকুব আলী সভাপতিত্ব প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. রাজ্জাক এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশের অভূত ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়নে বড় বাধা বিরোধী পক্ষ। ২০১৩-১৪ সালের নয় মাস জ্বালাও পোড়া করে, নিরপরাধ মানুষ পুড়িয়ে মেরে নির্বাচিত সরকার পতনের আন্দোলনে জনগণকে ওই বিরোধী পক্ষ সম্পৃক্ত করতে পারেনি।

এমন ক্ষমতা তারা রাখে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের সাথে দেশের জনগণ আছে। আল্লাহর হুকুম ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন কেউ করাতে পারবে না।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মধুপুর সরকারী কলেজের অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, শিক্ষক সমিতি’র জেলা সভাপতি মো. শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads