• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস উদযাপন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস উদযাপন

  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২০

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

টাঙ্গাইলে প্রতিবছরের মতো এবারো ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে মায়েদের পা ধুয়ে পালন করছে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। এভাবে দিনটি পালন করছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওশাদ রানা সানভী। দিবসটি শুধু তরুণ-তরুণীর যুগল প্রেম নয়। এর বাইরেও কিছু হতে পারে-তা দেখিয়ে দিল ক্ষুদে শিক্ষার্থীরা। এ দিনটি মাকে উৎসর্গ করল তারা। পা ধুয়ে মায়ের প্রতি শ্রদ্ধা জানাল দেড় শতাধিক শিশু। শহরের এসপি পার্কে চতুর্থবারের মতো ১৪ ফেব্রুয়ারি মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর ব্যতিক্রমী আয়োজন করে প্রতিষ্ঠানটি। সন্তানের কাছে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত মায়েরা আর শিশুরা হয়েছে আনন্দিত। অনুষ্ঠান শেষে দেড় শতাধিক মাকে সংবর্ধনা দেওয়া হয়। অংশগ্রহণকারী অভিভাবকরা বলেন, এ রকম অনুষ্ঠান সন্তানের মানসিক পরিবর্তন ও গঠনে সঠিক ভূমিকা রাখবে। বড় হয়ে তারা জানবে ভালোবাসা দিবস শুধু বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকার জন্যই নয়। এই দিনে বাবা-মাকে সময় দিতে হবে। তাদের প্রতি ভালোবাসা নিবেদন করতে হবে। স্কুলের উপদেষ্টা জাফর আহমেদ বলেন, এটি অনন্য উদাহরণ, মায়েদের প্রতি শিশুদের যে শ্রদ্ধা ভালোবাসা প্রমাণ করার জন্যই এ আয়োজন নিশ্চয় ভালো উদ্যোগ।

স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, বর্তমান সময়ে দেখা যায় সন্তানদের অবহেলায় বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। যা খুবই বেদনার। আমরা মনে করি, ভালোবাসা পাওয়ার প্রথম ভাগিদার বাবা-মা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads