• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
সুদের টাকা না পেয়ে কৃষকের বসত ঘরে তালা; আটক ১

তালাবদ্ধ কৃষক নজির আহাম্মদের বসত ঘর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সুদের টাকা না পেয়ে কৃষকের বসত ঘরে তালা; আটক ১

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২০

সুদের টাকা না পেয়ে নজির আহাম্মদ নামের এক কৃষকের বসত ঘরে তালা দেয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার ওই অসহায় পরিবারটি অন্য জায়গায় বসবাস করছে। নজির আহাম্মদ নুরপুর গ্রামের মৃত. আলী মিয়ার ছেলে। গতকাল শনিবার ওই কৃষক বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ওই প্রভাবশালী জাহাঙ্গীর আলমকে আটক করে।

ক্ষতিগ্রস্থ কৃষক নজির আহাম্মদ বলেন, গত ১০ মাস পূর্বে ওই গ্রামের আলী হোসেনের ছেলে প্রভাবশালী জাহাঙ্গীর আলম থেকে ৫ টাকা সুদে ১ লাখ টাকা ঋন নেয়। শর্ত অনুযায়ী প্রতি মাসে সুদের টাকা দিয়ে আসছেন। এভাবে ওই কৃষক ৮ মাসের ৪০ হাজার টাকা সুদ পরিশোধ করে। গত দুই মাসের সুদের টাকা দিতে না পেরে ওই প্রভাবশালীর কাছে কিছু দিন সময় চায়। কিন্তু ওই প্রভাবশালী কিছুতেই রাজি না হয়ে গত বৃহস্পতিবার নজির আহাম্মদের পরিবারকে বাড়ী থেকে বের করে দিয়ে ঘরে তা

মেরে দেয়। নজির আহাম্মদ বাড়ীতে তালা দেয়ার কারনে শীতের দিনে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করতেছে।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমার টাকা না পেয়ে ঘরে তালা মেরেছি। একটা সমাধানের জন্য।

এ ঘটনায় নজির আহাম্মদ বাদী হয়ে শনিবার বিকেলে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads