• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ

সংগৃহীত ছবি

সারা দেশ

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ

  • রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২০

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কুড়িগ্রাম আওয়ামী লীগ। দিবসটি ঘিরে রাস্তার মোড়ে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর মুর‌্যাল, বিলবোর্ড, ফেস্টুন, তোরণ ও ব্যানার। সব মিলিয়ে যেন এক আননন্দ ঘন পরিবেশ বিরাজ করছে।
আসছে ১৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ। এদিনই প্রথম প্রহর থেকে ক্ষণগণনা শুরু হবে ‘মুজিববর্ষ’র। দিনটি স্মরণীয় এবং জাঁকজমকভাবে উদ্যাপন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।

ইতোমধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে দেয়া হয়েছে নানা দিকনির্দেশনা। দিবসটির প্রথম প্রহরে থাকবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা। জেলা প্রশাসনসহ প্রতিটি প্রাইমারি, উচ্চ বিদ্যালয় ও কলেজে মুজিব কর্ণার স্থাপনার নির্দেশনা।

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন-যার জন্ম না হলে বাংলাদেশ নামের এই ভূ-খন্ডের জন্ম হতো না। মুজিব বর্ষে জাতি তাকে নতুনভাবে জানবে এবং চিনবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাই এই দিনটি সফল করতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। আমি আশাবাদী এই দিনটিতে বাঙালি জাতি এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads