• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী মারা গেছেন

ছবি : সংগৃহীত

সারা দেশ

পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী মারা গেছেন

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধুর আর্দশের একনিষ্ট সৈনিক বীরমুক্তিযোদ্ধা জাতীয় সংসদে ৫ বার জনপ্রতিনিধিত্ব করা সাবেক এমপি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলী মারা গেছেন। না ফেরার দেশে চলে গেলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের রূপকার। তিনি গাজীপুর ১ ও পরবর্তীতে সংশোধিত গাজীপুর-৩ আসনে ৫ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। বর্তমানে আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন অ্যাডভোকেট মো. রহমত আলী।

আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম সিরাজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন গাজীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম সিরাজী জানান, দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ব্যাংককেও র্দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা শেষে গত ২৮ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন তিনি। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে বেশ কয়েকবার লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বেশ কয়েকবার তার শরীরে বেশ উন্নতি হয়েছিল। সর্বশেষ তার শারীরিক অবস্থার আবার অবনতি হলে আবারো লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি রোববার সকাল ৭.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।

তার এক সময়ের ব্যক্তিগত সহকারি অ্যাডভোকেট হারুন অর রশিদ জানান, দশম সংসদ পর্যন্ত তিনি একটানা ৫ বার জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। সফল ভাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিন্ত্রীর দায়িত্বও পালন করেন এ প্রথিতযশা রাজনৈতিক অভিভাবক।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির যতগুলো ভাল মানবিক গুন থাকা দরকার তার মাঝে সবগুলোই বিদ্যমান ছিল। তার সততা ব্যক্তিত্ব আর সেবার মূল্যায়ন করে এ আসনের জনগন ৫ বার সেবা করার দায়িত্ব প্রদান করে সুযোগ দেন সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে।

গাজীপুর-৩ আসনের বর্তমান সংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, ওনি আমাদের অভিভাবক ছিলেন। আমরা একজন রাজনৈতিক অভিভাবকে হারালাম। শ্রীপুরের উন্নয়নে ওনার ব্যাপক ভূমিকা ছিল। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে তিনি সারা জীবন রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। শোক প্রকাশ করছি।

নিহতের স্বজনরা জানান, রোববার যোহরবাদ ঢাকার ধানমন্ডি জামে মসজিদ প্রাঙ্গণ, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ পল্লাজায়, মাগরিববাদ এলিফ্যান্ড রোডে বাইতুল মামুর জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার সুপ্রিামকোর্ট প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার শ্রীপুরে তার গ্রামের বাড়িতে জানাজার পর পারিবারিক করবস্থানে তাকে সমাহিত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads