• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০২০

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ থানার আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ জায়েদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে এসপি জায়েদুল আলম বলেন, সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের সাথে কোন আপোষ নেই, মাদকের সাথে আমার পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকলে কোন ছাড় পাবে না। এ ব্যাপারে কমিউনিটি পুলিশের সার্বিক সহযোগিতা অনেক বেশী প্রয়োজন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.মনিরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) মো.খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গাজী মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম সিকদার সিপলু, মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads