• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
গোদাগাড়ী সীমান্তে ভারতে পাচারকালে ইলিশ আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোদাগাড়ী সীমান্তে ভারতে পাচারকালে ইলিশ আটক

  • গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহীর গোদাগাড়ীতে ভারতে পাচারকালে এক মণ ইলিশ মাছ আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী সীমান্ত বগচর ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দেওয়ার সময় ৩৪/৪ এস নং পিলারের কাছে ভারতে পাচার কালে এই ইলিশ উদ্ধার করে বিজিবি। বিকাল ৪টায় উদ্ধার হওয়া ইলিশগুলো উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হকের মাধ্যমে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা হিসাব রক্ষণ অফিসার খন্দকার মাহাফুজুর রহমান, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।

উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক বলেন,মাছ পচনশীল দ্রব্য হওয়ায় বিজিবি কর্তৃক উদ্ধার হওয়া ইলিশগুলোকে উপজেলার তিনটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads