• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে হত্যা

  • কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ মার্চ ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শাহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রাম এলাকা থেকে গৃহবধূটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিপন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত শাহিমা খাতুন ওরফে সোনাবানু কাকডাঙা গ্রামের বদরুজ্জামানের স্ত্রী। আটক রিপন হোসেন নিহতের প্রতিবেশী ও একই গ্রামের সাইদুল্লাহর ছেলে।

শাহিমা খাতুনের ভাই আকবর হোসেন জানান, প্রতিবেশী সাইদুল্লাহর সঙ্গে নিহতের স্বামী বদরুজ্জামানের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে শাহিমাকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান, রোববার (৮ মার্চ) সন্ধ্যার দিকে হঠাৎ নিখোঁজ হন শাহিমা। রাতে হত্যা করে পুকুরের বাঁশের সিঁড়ির মধ্যে ফেলে রাখা হয়। সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে পুকুর পাড়ে রিপনের জুতা, গামছা ও শাহিমার একটি জুতার দেখা মেলে। এরপর পুকুরে জাল টানতে টানতে দেখা যায় বাঁশের সিঁড়ির মধ্যে লাশটি পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এছাড়া পুকুর পাড়ে রিপনের জুতা ও গামছা থাকায় তাকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে পুলিশ।

ঘটনার বিষয়ে কলারোয়া থানার ওসি মনীর উল গিয়াস বলেন, গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিপন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করছি, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads