• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
রাজনগরে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

ছবি: নিজস্ব

সারা দেশ

রাজনগরে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

  • জিয়াউল হক জিয়া, কুলাউড়া
  • প্রকাশিত ০৯ মার্চ ২০২০

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন জিওবি খাতের আওতায় সোমবার (০৯ মার্চ ) এ শিশুমেলার উদ্বোধন করা হয়েছে।

রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মেলা উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত দু’দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ প্রমুখ।

শিশুমেলায় প্রধান অতিথির বক্তব্যে বেগম নাজিয়া শিরিন বলেন, শিশুর বিকাশ উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। শিশু ও নারীদের পূর্ণ সহায়তা দেয়া ও শিশুর বিকশে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার পাশাপাশি অভিভাবকদেরর সাচেন হতে হবে। বাচ্চাদেও কাপড় পরিষ্কার রাখতে হবে। এছড়াও করোনা ভাইরাস যেসব সেব কাজের দ্বারা ছড়ায় তা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কোলাকোলি, হ্যান্ডসেক, হাচি বা কাশি দেয়ার সময় মুখ ঢেকে দিতে হবে।

মেলায় শিশুদের জন্য বেশ কয়েকটি স্টল স্থাপন এবং স্টলে বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads