• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
সাফারি পার্কে চায়নিজ কার্পের ডিম ফুটে পোনার জন্ম

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাফারি পার্কে চায়নিজ কার্পের ডিম ফুটে পোনার জন্ম

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ ২০২০

বাহারি রঙের চায়নিজ কার্প মাছ ডিম দিলে তা থেকে প্রাকৃতিক ভাবে ওই মাছের পোনা ফুটেছে। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফেন্সি কার্প গার্ডেনে ইন্দোনেশিয়া থেকে আনা চায়নিজ কার্প মাছের এমনি বিপুল পরিমানে পোনা বিচরণ চোখে পড়ে। এবারই পার্কে এ চায়নিজ কার্পে ডিম থেকে পোনার জন্ম হলো। পার্কে আগত দর্শনার্থীরা বাহারি রঙের মাছ দেখে আনন্দিত হয়। শিশুরা মাছের সঙ্গে খেলা করে খাবার দিয়ে ব্যতিক্রমি আনন্দ উপভোগ করে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এ চায়নিজ কার্প ডিম পাড়ে। কয়েক লক্ষ ডিম পাড়ে পার্কের লেকে থাকা চায়নিজ কার্পগুলো। পরে কর্তৃপক্ষ বিশেষ যত্ন নিয়ে ডিম থেকে পোনার জন্ম হয়।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, কিছু দিন আগে লেকে থাকা চায়নিজ কার্পগুলো খুব বেশি লাফালাফি করছিল। মাঝে মধ্যেই পাড়ে এসে ঘেঁষাঘেঁষি করে অস্বাভাবিক আচরন শুরু করে। পরে উপজেলা মৎস কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, মাছগুলোর প্রজনন সময় হয়েছে। ডিম পাড়তেই এমন আচরণ করছে। পরে ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ করে বিশেষ ব্যবস্থা করে দিলে মাছ ডিম দেয়।

শ্রীপুর উপজেলা মৎস কর্মকর্তা মো. আশরাফুল্লাহ বলেন, এটি চায়নিজ কার্প মাছ। দেখতে খুবই আকর্ষনীয়। এ জাতীয় মাছ সাধারনত সৌখিন মানুষ লালন পালন করে থাকে। ইকোরিয়ামে এ মাছ বেশি সুন্দর লাগে। পার্কের লেকে চায়নিজ কার্পের মাছ ডিম থেকে পোনার জন্ম হলো এটা ভাল খবর। আবদ্ধ পানিতে এ মাছ ডিম পাড়ে। ৭২ ঘন্টায় ডিম থেকে পোনার জন্ম হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, সাফারি পার্কে অনেক প্রাণিরই বাচ্চার জন্ম হয়েছে। উপযুক্ত পরিবেশে এমন সাফল্য বিদ্যমান রয়েছে। সম্প্রতি পার্কের লেকে ফেন্সি কার্প গার্ডেনে চায়নিজ কার্প বিপুল পরিমানে ডিম দেয়। লেক দুইটি অংশ বিভক্ত করা আছে। একটি অংশ ফেন্সি ডাকগার্ডেন অন্য অংশ ফেন্সি কার্প গার্ডেন। এ লেকে নিয়মিত প্রচুর পাখি আসে। তিনি বলেন ফেন্সি কার্প গার্ডেনে চায়নিজ কার্প রয়েছে দেড় থেকে দুই হাজার। এবার প্রচুর ডিম ফ‍ুটে পোনার জন্ম হয়েছে। লেকে আড়াই থেকে পাঁচ কেজি ওজনের কার্প রয়েছে। আমরা নিয়ম করে মাছের পোনাকে ডিমের (হাঁস/মুরগির) কুসুম খেতে দেই। নিয়ম করে নার্সারি খাদ্য দেওয়া হচ্ছে পোনা মাছকে। এ মাছ নিয়ে দর্শনার্থীদের মাঝেও আলাদা আকর্ষণ কাজ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads