• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

পাইকগাছায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ ২০২০

পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন ইউএনও জুলিয়া সুকায়না।

“মুজিব বর্ষের অঙ্গিকার, সবার জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার” হলো এর প্রতিপাদ্য বিষয়।

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কৃষি যন্ত্রপাতি বিতরণ, স্টল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads