• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে খোলা আকাশের নিচে বসবাস করছে প্রায় ৩০টি ভূমিহীন পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে খোলা আকাশের নিচে বসবাস করছে প্রায় ৩০টি ভূমিহীন পরিবার

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ ২০২০

রংপুরের পীরগঞ্জে আখিরা নদীর দুই ধারে খনন কাজ শুরু হলে তাদের জায়গা না থাকায় বর্তমানে মানুষের বাগান বাড়িতে কোনো রকমে খোলা আকাশের নিচে অবস্থান করছে পরিবার গুলো।

সরেজমিন গিয়ে দেখা গেছে রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড রেজেষ্ট্রি অফিসের পশ্চিম পাশে আখিরা নদীর ধারে বসবাসকারী প্রায় ৩০টি ভূমিহীন পরিবার তাদের নিজস্ব জায়গা না থাকায় বর্তমানে প্রয়াত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম(আনু) ও আজমগীর আনছারী সাংবাদিক গোলাম কাদির রবু এর বাগানে বসবাস শুরু করেছেন।

জানা গেছে ২ মার্চ আখিরা নদীর ব্রিজ এর দক্ষিণ পাশে এবং পূর্বপাশে নদির পাড়ে ২০০৩ সাল থেকে বসবাস করে আসছিল, ভূমিহীন,রাশেদা, জাহাঙ্গীর আলম, তাহেরুল ইসলাম, শাকিল মিয়া, শরিফুল ইসলাম,রাশেদুল, রফিকুল, জামিল, জান্নাত, দুলালী, রওশন আরা, মালেকা, সাজু, নুরী, আমজাদ, হেলেনা, বেলাল, জসীম, আলা উদ্দিন, ওয়াসিম, ভোলা, তৌহিদুল ইসলাম, আনোয়ার, তোজা, ফাতেমাসহ আরও অনেকেই। আখিরা নদী দুইধারে খনন কাজ শুরু হলে তরা গৃহহীন হয়ে পড়েন।

ভুক্তভোগীরা জানান পৌর সভার মধ্যেই যে কোন জায়গায় তাদের পূনর্বাসন করার জন্য পীরগঞ্জ পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা। সেই সাথে তাদের কর্মসংস্থান না থাকায় অনাহারে অর্ধাহারে খেয়ে না খেয়ে জীবন যাপন করছে পরিবার গুলো । এমতাবস্থায় তারা পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads