• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সখীপু‌রের সেই কাজী‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সখীপু‌রের সেই কাজী‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

টাঙ্গাই‌লের সখীপু‌রে বাল্য‌বি‌য়ের রে‌জি‌স্ট্রি করে‌ছি‌লেন কাজীর সহকারী (সাব কাজী) না‌সির উ‌দ্দিন। এ অপরা‌ধে গত বুধবার না‌সির উ‌দ্দিন‌কে এক বছ‌রের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আতালত। ‌কিন্তু গা ঢাকা দি‌য়ে‌ছি‌লেন যাদবপুর ইউনিয়নের সেই প্রধান কাজী‌ হেলাল উদ্দিন।

বাল্য‌বি‌য়ের পাঁচ‌দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় প্রধান কাজী হেলাল‌ উ‌দ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ আ‌দেশ দেন। 

জানা যায়, গত সোমবার (৯ মার্চ) উপজেলার বোয়ালী গ্রামের সিরাজ মিয়ার প্রবাসী ছে‌লে রফিকুল ইসলামের সঙ্গে নবম শ্রেণির এক ছাত্রীর চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বি‌য়ে হয়। ওই বাল্য‌বি‌য়ের দায়ে কাজীর সহকারী (সাব কাজী) নাসির উদ্দিনকে এক বছর, বর রফিকুল ইসলাম, বরের বাবা সিরাজ মিয়া এবং চাচা আলম মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড দেন। অন্য‌দি‌কে কনের মা, কনের দাদা, কনের বড়ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads