• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
গায়েবী মামলায় গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের ৫ নেতার জামিন

সংগৃহীত ছবি

সারা দেশ

গায়েবী মামলায় গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের ৫ নেতার জামিন

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুরুল হক তালুকদারের দায়ের করা গায়েবী মামলায় গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ ৫ নেতা জামিন লাভ করেছে।

গতকাল রোববার বরিশাল জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন দেন। দীর্ঘ প্রায় দেড় বছর পলাতক থাকার পর গতকাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ২০১৮ সালের ২৫অক্টোবর গৌরনদী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুরুল হক তালুকদার বাদি হয়ে বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মো. মাহফুজ মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, সহ-সভাপতি মোঃ গফুর সরদার, পৌর যুবদলের সাধারন সম্পাদক জামাল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খলিফাসহ ১১৬জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি গায়েবী মামলা দায়ের করেন।

উল্লেখ্য ঘটনার দিন সন্ধ্যার পরে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের বাড়িতে সভা শেষ করে তার নেতাকর্মীরা বাড়িতে ফিরছিলেন। রাত পোনে ৯টার দিকে উত্তর পালরদী গ্রামে গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামানের বাড়ির সামনে পৌছলে আতর্কিতে তাদের উপড় বোমা হামলা চালানো হয়। সেসময় ১০ ছাত্রলীগ নেতাকর্মী বোমার আঘাতে আহত হয়।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মোঃ জাকির হোসেন জানান, আসামিরা দীর্ঘ দিন পলাতক থাকার পরে গতকাল রোববার ৫ আসামি আদালতে আত্মসমর্পন করে। এ সময় আসামিদের পক্ষে আইনজীবি আব্দুর রহমান চোকদার আসামিদের জামিন প্রার্থনা করলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এ হামিদ আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads