• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে সরকারি রাস্তা দখল করে বেড়া নির্মাণ করেছে ব্যবসায়ী

সরবারি রাস্তা দখল করে বেড়া দিয়েছে এক ব্যবসায়ী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে সরকারি রাস্তা দখল করে বেড়া নির্মাণ করেছে ব্যবসায়ী

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামে স্বপন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ রোববার বিকেলে সরেজমিন গিয়ে সরকারি রাস্তা দখলের সত্যতা পাওয়া গেছে।

অভিযুক্ত প্রভাবশালী স্বপন একই গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫০-৬০ বছর ধরে ব্যবহৃত কনকাপৈত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোমারডোগা গ্রামের চৌমুহনী থেকে প্রাথমিক বিদালয়ে যাওয়ার সরকারি রেকর্ডকৃত রাস্তায় বেড়া দিয়ে দখল করেছে ওই গ্রামের ব্যবসায়ী স্বপন। ফলে চলাচলের জন্য রাস্তা আগের চেয়ে আরও সরু হয়েছে। কতিপয় ব্যক্তির সহায়তায় প্রভাব খাটিয়ে স্বপন রাস্তার মাঝে বেড়া নির্মাণ করলেও প্রভাবশালীরা বাধা দেয়নি। এছাড়াও তিনি থাকার ঘরের উপরে পোল্ট্রি ফার্ম ও পাশে গরুর খামার করায় পরিবেশ দূষিত হচ্ছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে। এদিকে ৯৯৯-এ সরকারি রাস্তা দখলের খবর পেয়ে শনিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা জানান, ‘আগে রাস্তাটি অনেক সোজা ও সুন্দর ছিল। বর্তমানে প্রভাবশালী ব্যক্তি দখল করে রাস্তাটি সরু ও বাকা করে ফেলেছে। শিগগিরই রাস্তাটি দখলমুক্ত করতে উর্ধ্বতন প্রশাসনের সুদৃষ্টি কার্মনা করেছেন তারা’।
এ ব্যাপারে মোঃ স্বপন বলেন, ‘সরকারি রাস্তা দখল করে নয়, আমার মালিকানাধীন জায়গায় বেড়া দিয়েছি’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads