• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সাংবাদিক আরিফকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক আরিফকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে নরসিংদীর সাংবাদিকদের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাংবাদিক আরিফকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিককে মধ্যরাতে বাসা থেকে ধরে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন নরসিংদীর সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

আজ সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় অভিযুক্ত জেলা প্রশাসক সুলতানা পারভীনের শাস্তির দাবি জানানো হয়।

সকাল ১১টায় থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধনে জেলার সর্বস্তরের সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, প্রবীণ সংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক হলধর দাস, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বদরুল আমিন চৌধুরী, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, দৈনিক মুক্তচিন্তার সম্পাদক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোটার সঞ্জিত সাহা, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, দৈনিক জনতা কামরুল ইসলাম কামাল, সময় টিভির আশিকুর রহমান পিয়াল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার মোশারফ হোসেন নীলু, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল আমিন সরকার, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারন সম্পাদক তৌকির আহাম্মেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত আক্রোষ ও ষড়যন্ত্রমূলক ভাবে সাংবাদিকদের গ্রেপ্তার ও নির্যাতন স্বাধীন গণমাধ্যমের জন্য বড় হুমকি। সত্য প্রকাশে বদ্ধপরিকর সাংবাদিকরা। কিন্তু আমলারা তা ভুলে যায়। দেশের কল্যাণে সত্য, ন্যায়নিষ্ট সহ বিভাগীয় অনিয়ম দ‍ুর্নীতির খবর জনগনের সামনে তুলে ধরাই সাংবাদিকদের কাজ। সত্য প্রকাশ করে একজন ডিসির রোষানলে পড়তে হবে তা মানা যায় না। তাই ডিসি সুলতানা পারভীনের শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads