• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বাড্ডায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা মা

সংগৃহীত ছবি

সারা দেশ

বাড্ডায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা মা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

রাজধানীর উত্তর বাড্ডার বেরাইদ এলাকায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন রাকিয়া বেগম (৭২) নামে এক বৃদ্ধা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর শুক্রবার সকালে নিহত বৃদ্ধার নাতি ফয়সাল আহমেদ জানান, বেরাইদের পাকনিপাড়া এলাকায় মামা আলমগীরের কাছে থাকতেন তার নানী রাকিয়া বেগম। তাদের এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ড। গত নির্বাচনে তাদের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম পরাজিত হয়। নির্বাচনের পর থেকেই প্রতিদিনই প্রতিপক্ষ তাদের ওপর হামলা করতো। বৃহস্পতিবার রাতেও তার মামা আলমগীরকে তাদের বাসার সামনে এলাকারই জাহিদ, জাহিদের দুই ছেলে, আজাদ, মহসিন, আলমগীর কবির সহ ২৫-৩০ জন হামলা করে। বাঁশ দিয়ে পিটাতে থাকে। এটি দেখে তার নানি রাকিয়া হামলাকারীদের হাত থেকে আলমগীরকে বাঁচাতে গেলে তার শরীরে আঘাত লাগে। এ জন্য সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে রাত ২টার সময় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জের ধরে রাকিয়ার ছেলে আলমগীরকে কয়েকজন মারধর করছিল। পরে তার মা রাকিয়া বেগম বাধা দিতে গেলে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাইপারটেনশনে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছি। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি বলেন, নির্বাচনের পর থেকে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে রেষারেষি চলছে বলে আমরা জেনেছি। বৃহস্পতিবার রাতে আলমগীরের বাসায় হামলার পর পরই পুলিশ সেখানে গিয়ে রাবেয়ার কাছ থেকে বিস্তারিত শুনেছে, কারা আক্রমণ করেছে তাদের নামও জানতে পেরেছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads