• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
মুন্সীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৪৬ জন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৪৬ জন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

মুন্সীগঞ্জে করোনাভাইরাসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৬ জন বিদেশ ফেরত ব্যক্তি। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, টঙ্গীবাড়ীতে ১৩ জন, শ্রীনগরে ৮ জন, সিরাজদিখানে ৩ জন, লৌহজংয়ে ৪ জন, গজারিয়ায় ১ জন রয়েছেন। এরা সবাই করোনায় আক্রান্ত দেশ থেকে সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। এরা সবাই সুস্থ্য আছেন। এছাড়াও জেলায় করোনা ভাইরাস মোকাবেলয়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলায়ও করোনা কর্নার প্রস্থত রাখা হয়েছে। জেলা প্রশাসককে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আমরা প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি বিদেশ থেকে কোন কোন দেশ থেকে কতজন আসছে। এবং এর তথ্য আমরা প্রতিদিনই ঢাকায় হেড কোয়ারেইন্টাইনে পাঠানো হচ্ছে। আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। বিদেশ থেকে যারা আসছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিচ্ছি। আর যাদি না মানে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads