• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে মোট ২০জন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

করোনা ভাইরাস

নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে মোট ২০জন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

নরসিংদীতে করোনা ভাইরাস সন্দেহে বিদেশফেরত আরও ৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলার ৬টি উপজেলাতে ২০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে নরসিংদী সদর উপজেলার ৭জন, পলাশ উপজেলার ৩জন, শিবপুর উপজেলার ৩জন, মনোহরদী উপজেলার ১জন, বেলাব উপজেলায় ১জন ও রায়পুরা উপজেলার ৫জন।

এরা সবাই ইতালী, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাই ফেরত। তাদেরকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

নরসিংদী জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা ভাইরাস বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

এদিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতাল সহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট রাখা হয়েছে। তবে জেলার দুটো প্রধান চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত কেউ ভর্তি হননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads