• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সাঁথিয়ায় বিএমএসএফ এর প্রতিবাদ সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সাঁথিয়ায় বিএমএসএফ এর প্রতিবাদ সমাবেশ

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর জেলা প্রশাসক সুলতানা পারভীনের মিথ্যা মামলায় কারাদণ্ড ও শারিরীক নির্যাতনের প্রতিবাদে এবং ডিসিসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে পাবনার সাঁথিয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাঁথিয়া উপজেলা শাখা।

আজ সোমবার সকাল ১০টায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএমএসএফ এর সভাপতি খালেকুজ্জামান পান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, সাংবাদিক উজ্জল হোসেন,আব্দুল হাই, জালাল উদ্দিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মনসুর আলম খোকন,আবু সামা, আবু ইসহাক, আরিফুল ইসলাম, আরিফ খাঁন, রফিকুল ইসলাম সান, আরিফ ইফতেখার প্রমুখ।

বক্তারা বলেন, শুধু প্রত্যাহার করলেই চলবে না। সাংবাদিক আরিফুলের মামলা খারিজসহ তার উপর অমানুষিক নির্যাতনে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনেরও প্রতিবাদ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads