• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
টঙ্গীবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত 

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মেসহ অন্যন্যরা।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

টঙ্গীবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত 

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

নানান আয়োজনে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হালদার ভুতু।

এ সময় বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, অফিসার ইনচার্জ শাহ্ মো: আওলাদ হোসেন পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাসলিমা ইসলাম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল মোল্লা, পুলিশ পরিদর্শক (অপারেশন) আজিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা লাকী দাস, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির হালদার, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি লিটন শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক দিপু মাঝি প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads