• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
লৌহজংয়ে মুজিব শতবার্ষিকী পালন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লৌহজংয়ে মুজিব শতবার্ষিকী পালন

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

চলমান করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ মঙ্গলবার সকালে পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় ১০০জন কৃষক একযোগে লালসবুজের বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে কেক কাটার মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম বক্তব্য রাখেন।

পরে উপজেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে কৃষকের মাঝে বীজ, গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads