• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

  • তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

নওগাঁর রাণীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন সরকার সহ আরো অনেকেই।

এছাড়া রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ সহ নানা আয়োজন করেন। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads