জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন দেশ থেকে আসা ৭ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম.জামশেদ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানাগেছে, চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরত বকশীগঞ্জের সারমারা গ্রামের শাজাহান আলীর ছেলে মহুসিন আলী,মালয়েশিয়া ফেরত ঘাসির পাড়া গ্রামের হাজী বদিউজ্জামানের ছেলে হারুনুর রশিদ,সিঙ্গাপুর ফেরত কামালপুর গ্রামের সরোয়ার জাহানের ছেলে মনিরুজ্জামান মিন্টু,ওমান ফেরত বাট্টাজোড় ঝুড়ারপাড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহাবুল্লাহ মিয়া,ওমান ফেরত বাট্টাজোড় ঝুড়ারপাড় গ্রামের ছাবেদ আলীর ছেলে মিজানুর রহমান একই গ্রামের চান মিয়ার ছেলে সোনাহার মিয়া ও লাউচাপড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে সিঙ্গাপুর ফেরত হেবুল মিয়াসহ ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের যৌথ মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিরা। আগামী দুই সপ্তাহ তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন। নিবীড় পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও একটি মেডিকেল টিম সার্বক্ষনিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম.জামশেদ খোন্দকার জানান,করোনা ভাইরাস প্রতিরোধে বকশীগঞ্জে কমিটি গঠন করা হয়েছে। বিদেশ ফেরত সকলকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করবে তাদের ব্যপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।