• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
চিলমারী পাঠাগার-ক্লাব দীর্ঘ ধরে প্রশাসনের দখলে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চিলমারী পাঠাগার-ক্লাব দীর্ঘ ধরে প্রশাসনের দখলে

  • চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২০

জনসাধারনের জ্ঞান চর্চা ও চিত্ত বিনোদনের জন্য তৈরি চিলমারী সাধারণ পাঠাগার ও একটি  ক্লাব কয়েক যুগ ধরে উপজেলা ভূমি অফিসের দখলে থাকায় জনগণ তাদের অধিকার হতে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

সাংস্কৃতিক চর্চা ও সংরক্ষণে পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে একটি পাঠাগারের ভূমিকা অনস্বীকার্য । এ ধারাবাহিকতাকে ধরে রেখে যেন মেধার   করতে পারে এই সম্ভাবনাকে সামনে রেখেই ০৪/১০/১৯৭৮ ইং তারিখে চিলমারী সাধারণপাঠাগার ও ক্লাব ‘ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন রংপুরের জেলাপ্রশাসক মাহে আলম।

আব্দুল লতিফ সরকার (ভোলে) তৎকালিন ইউনিয়ন চেয়ারম্যান (থানাহাট)সহ স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক উদ্যোক্তারা কাধে কাধ মিলিয়ে তখন গড়ে তুলেছিলেন, অসংখ্য বই খেলারসরঞ্জাম, টেবিল-চেয়ার, আলমারীসহ বিভিন্ন আসবাবে সাজিয়ে ছিলেন এক মাত্র পাঠাগারটি।  

পরে এক  প্রাকৃতিক দূর্যোগের সময় নড়বড়ে ঘর ভেঙ্গে পড়ার অজুহাতে কয়েকদিনের কথা বলে পাঠাগারটিতে অফিসের কার্যক্রম শুরু করে ভূমি অফিস। পরবর্তীতে স্থানীয় জ্ঞান পিপাসুরা  জেলাপ্রশাসকসহ নেতাদের কাছে গিয়েও সাধারণ পাঠাগার টি আজ অবধি উদ্ধার করা সম্ভব হয়নি। সম্পূর্ণ সেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যাবহার করে জনস্বার্থে প্রতিষ্ঠিত সাধারণ পাঠাগারটি প্রশাসনের দখল মুক্ত কবে হবে। তারই আশায় পথ চেয়ে রয়েছেন চিলমারীবাসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads