• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
চাঁদপুরে প্রবাসীর বৌ ভাত বন্ধ করে দিলো প্রশাসন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে প্রবাসীর বৌ ভাত বন্ধ করে দিলো প্রশাসন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

চাঁদপুর সদর ও কচুয়া উপজেলায় বিদেশ থেকে ফেরত আসা ৩ প্রবাসী হোম কোয়ারেন্টিনে না থেকে ঘোরাফেরা এবং এক প্রবাসীর বিয়ে অনুষ্ঠান করায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জানান, সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত রহুল আমিনের ছেলে মো. মিলন ১১ মার্চ ওমান থেকে দেশে আসেন। সে আজ শুক্রবার একই ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিয়ে করে বাড়িতে নববধুকে তার বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে তার বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন এবং সরকারি বিধি না মানায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। যে যাতে করে কোন অনুষ্ঠান না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অপরদিকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভ বলেন, দুপুর পৌর এলাকার একজন প্রবাসীকে আইন না মেনে ঘোরা ফেরা করছিলেন। তিনি মালয়েশিয়া থেকে এসেছেন। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার কাদলা ইউনিয়নের বড়ৈগাঁও গ্রামের সৌদি আরব থেকে আসা একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের উভয়কে উভয়কে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads