• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে একজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে একজন গ্রেপ্তার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

কুমিল্লায় করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত শরীফুল হাসান সদর উপজেলার কালিয়াজুরি ভাটপাড়া এলাকার মাহমুদুল হাসানের ছেলে।

আজ শনিবার দুপুরে জেলার সদর উপজেলার বাটপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মহিতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত শরীফুল হাসান গেল কয়েক দিন যাবৎ মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিল। তাই গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গুজব ছড়ানোর বিষয়টি শরীফুল হাসান স্বীকার করেছে বলেও জানানো হয়।

এব্যাপারে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads