• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
হাতীবান্ধায় বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ ; অবরুদ্ধ ৫০ পরিবার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাতীবান্ধায় বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ ; অবরুদ্ধ ৫০ পরিবার

  • হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় বাঁশের বেড়া দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে নজরুল ইসলাম নামে এক প্রভাবশালী। এতে করে ৭দিন ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন এলাকার ৫০টি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে।

জানাগেছে, নজরুল ইসলাম জমি সংক্রান্ত জটিলতার অজুহাত দেখিয়ে ৫০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দুইটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে করে অবরুদ্ধ ওই পরিবার গুলোর স্বাভাবিক জীবনযাপন ব্যহত হচ্ছে।

ভূক্তভোগী মুক্তিযোদ্ধা গোলাম হোসেন বলেন, এই রাস্তাটি দিয়ে আমি প্রায় ৪০ বছর ধরে যাতায়াত করে আসছি। আমার প্রতিবেশি নজরুল ইসলাম হঠাৎ রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। একমাত্র এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা অবরুদ্ধ হয়ে পড়েছি। তাই বাড়ির ভিতরেই থাকতে হচ্ছে। বাইরে বের হতে পারছি না আমরা।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, আমি আমার নিজের জমির উপর বেড়া দিয়েছি। রাস্তার উপরে নয়।

ফকিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সমাধনের জন্য ওই ওয়ার্ডের মেম্বর মফিজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন জানান, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads