• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

  • তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

সিরাজগঞ্জের তাড়াশ সদর পৌরবাজারে পেঁয়াজ ও চালের দাম বেশি নেওয়ার কারণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে ব্যবসায়ীদেরকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান মনিটরিং কালে দ্রব্যমুল্যের দাম বেশি রাখার অভিযোগে চাল ব্যবসায়ী পাচঁ তারা এন্টার প্রাইজ, পেঁয়াজ ব্যবসায়ী ছাইদুর, ও রতনসহ মোট ৫ জনকে ৪০,০০০ হাজার টাকা জরিমানা করেন।

তাড়াশে সকল ব্যাবসায়িদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার। এই অভিযানে তাড়াশ থানার এসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত বলেন, তাড়াশে পেঁয়াজ ও চালের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে আমরা বাজার সহনশীল রাখতে অভিযান পরিচালনা করেছি। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads