• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
দিনাজপুরের ঘোড়াঘাটে ২১ জন কোয়ারেন্টাইনে

সংগৃহীত ছবি

সারা দেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ২১ জন কোয়ারেন্টাইনে

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০ জন সন্দেহভাজন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহম্মেদ জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই বিদেশ ফেরত। সচেতনতার অংশ হিসেবে তাদের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা সকলের তালিকা আমাদের কাছে আছে। আমরা তাদের বাড়িতে গিয়ে, মোবাইল ফোনে যোগাযোগ করে ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মনিটরিং করছি।

কোয়ারেন্টাইনে থাকা অনেকে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে তবে তাদের সাথে ফোনে নিয়মিত যোগাযোগ এবং প্রযুক্তি ব্যবহার করে তাদের সঠিক অবস্থান সনাক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads