• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
কুড়িগ্রামে আরও ১৭ জন হোম কোয়ারেন্টাইনে

সংগৃহীত ছবি

সারা দেশ

কুড়িগ্রামে আরও ১৭ জন হোম কোয়ারেন্টাইনে

  • কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

কুড়িগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা  হয়েছে।

এদের মধ্যে ১৫ জন ভারত এবং ২ জন সৌদি আরব থেকে এসেছেন। এ নিয়ে জেলায় মোট ১৬৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে করোনাভাইরাস বিষয়ে সতর্কতামূলক বার্তা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানিয়েছেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত জেলার ঠিকানায় পাসপোর্ট ব্যবহারকারী ৫৬৯ জন বিভিন্ন দেশ থেকে ফিরেছেন।

ব্যাপক অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত ৩৫৫ জনের খবর বের করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ৩০৫ জন বাড়িতে আছেন। সবাই সুস্থ আছেন। ৫০ জন এখনও বাড়িতে ফেরেননি। বাকিদের অবস্থা এবং অবস্থান জানতে অনুসন্ধান কাজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads