• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জের আঁটি বাজারে চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কেরানীগঞ্জের আঁটি বাজারে চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

রাজধানী ঢাকার কেরানীগঞ্জের আঁটি বাজারে এক অসাধু চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যামান আদালত।

আজ সোমবার সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক হান্নান মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪০ হাজার টাকা জরিমানা করেন। আর ভবিষ্যতে অতিরিক্ত দামে চাল বিক্রি না করার শর্তে জেল দেওয়া থেকে বিরত থাকেন।

এর আগে তিনি গ্রাহক সেজে বাজার ঘুরে দেখেন এবং বাজার পরিস্থিতির খোঁজ খবর নেন। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল 'ভাই ভাই এন্টারপ্রাইজ' চালের আড়ৎ এ অতিরিক্ত দামের ব্যাপারে জিজ্ঞাসা করলে দোকাবের মালিক হান্নান মিয়া তার সাথে খারাপ আচরণ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাফ চাওয়া ও মিনতি শুরু করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, অভিযান চলছে এবং প্রতিনিয়ত চলবে। অতিরিক্ত দামে চাল, পেয়াজ, তেল বিক্রি করলে আপনারা সরাসরি উপজেলা প্রশাসন কে জানান। আর আপনারা স্লিপ ছাড়া মালামাল কিনবেন না এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত পণ্যও কিনবেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads