• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
সেনবাগে বিদেশ ফেরত ৭৭ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সেনবাগে বিদেশ ফেরত ৭৭ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

নোয়াখালীর সেনবাগে আমেরিকা, ইতালী ও মধ্যপাচ্য ফেরত ৭৭ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন আমেরিকা, তিনজন ইতালী ও ৭৩ জন মধ্যপাচ্য থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছে।

তাদের সকলেকে ১৪দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখেছে সেনবাগ উপজেলার স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা (ইউএসপিও) ডাক্তার মতিউর রহমান।

ওই ৭৭ জনের মধ্যে এর আগে ১৯ মার্চ ছিলো ১৩ জন, যা ২২ মার্চ পর্যন্ত ছিল ৩৭ জনে এবং ২৩ মার্চ তা বৃদ্ধি পেয়ে দাড়ায় ৭৭ জনে। সেনবাগ হাসপাতালে স্বাস্থ্য কর্মিরা বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের তালিকা করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছেন।

হাসপাতালের (ইউএসপিও) ডাক্তার মতিউর রহমান জানান, দেশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার ওই ভাইরাসের সংক্রামন থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। তারই আলোকে জ্বর, শর্দি, কাশি ও গলা ব্যাথা রোগীদের জন্য সোমবার ফ্লু কর্ণার নামে সেনবাগ হাসপাতালে আলাদা একটি চিকিৎসা সেবা বুথ চালু করা হয়েছে ।

ওই কক্ষে একজন ডাক্তার পার্সোনাল প্রটেকটিভ ইকোইটমেন্ট (পিপিই) পরিধান করে ফ্লু আক্রান্ত রোগিদের স্বাস্থ্য সেবা প্রদান শুরু করেছেন।

তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের জন্য ইতিমধ্যে মধ্যে সরকারের নির্দেশনায় সেনবাগ হাসপাতালে ৫ বেডের একটি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads