• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
নওগায় যাত্রীবাহী বাসে জীবানুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নওগায় যাত্রীবাহী বাসে জীবানুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ

  • ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁর ধামইরহাটে যাত্রীবাহী বাসে জীবানুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল আমাইতাড়া মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'দেখাবো আলোর পথ'।

সংগঠনের সভাপতি ও ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নওগাঁ ও জয়পুরহাট জেলা থেকে আগত সকল গণ পরিবহনে বিশেষ করে যাত্রীবাহী বাসে জীবানুনাশক স্প্রে করে সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, দেখাবো আলোর পথের সদস্য রাজু, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ হেল বাকীসহ আরও অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads