• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
গৌরনদীতে হোম কোয়ারেন্টাইন না মানায়  জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গৌরনদীতে হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মার্চ ২০২০

চার দিনের জ্বর, সর্দি ও কাশি নিয়ে মঙ্গলবার সকালে এলাকায় এসে হোম কোয়ারেন্টাইনে না গিয়ে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করায় বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লায় একজনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইসরাত জাহান। পাশাপাশি ওই গৃহে লাল নিশান ওড়িয়ে আনসার পাহারায় বসিয়ে দিয়েছেন।

আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম জানান, ওই মহল্লার করিম সরদারের পুত্র পোষাক শ্রমিক রুহুল আমীন (২৫) সরদার চার দিনের জ্বর, সর্দি ও কাশি নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে মঙ্গলবার সকালে প্রতিবেশী ভায়রার বাড়ি আসেন।

অপরদিকে উপজেলার কমলাপুর গ্রামের একাধিক বাসিন্দারা জানান, ওই গ্রামের হানিফ মজুমদারের পুত্র মনির মজুমদার তার শশুর বাড়ী মাদারীপুর থেকে পালিয়ে কমলাপুর গ্রামে আসলে এলাকায় আতংকের সৃষ্টি হয়। বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানানো হলে মনির মজুমদারকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads