• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাণীনগরে ৫০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রাণীনগরে ৫০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২০

নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দিনমজুর, গরীব অসহায় ও ভ্যানচালক ৫০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদের উদ্যোগে এবং রাণীনগর উপজেলা ছাত্রলীগের সার্বিক তত্বাবধানে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাণীনগর উপজেলার রাণীনগর হাউজে, উপজেলা চত্বরে, বিজয়ের মোড়ে, রেল স্টেশন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিনমজুর, গরীব অসহায় ও ভ্যানচালক ৫০ টি গরীব পরিবারকে বিনামূল্যে এক সপ্তাহের খাবার দেওয়া হয়।

এদিন দিনমজুর, গরীব অসহায় ও ভ্যানচালক ৫০ টি গরীব পরিবারকে এক সপ্তাহের খাবার হিসেবে চাল, ডাল, লবণ ও তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিজ হাতে তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মো: আসাদুজ্জামান আসাদ। এ সময় রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads